

গ্রেফতারের পর প্রথমবারের মতো পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত ও সুস্থ আছেন। পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা শাখার প্রধান মেজর জেনারেল মো. আকবর খান করাচিতে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি স্পষ্ট করেন যে, পাকিস্তানের আইনি প্রক্রিয়ায় বঙ্গবন্ধুর বিচার হবে। সাংবাদিকদের বঙ্গবন্ধুর সাথে সাক্ষাতের অনুরোধ এই সময়ে গ্রহণ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ভূমিকা ও অভ্যন্তরীণ সমালোচনা
ওয়াশিংটনে প্রকাশিত একটি চিঠিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সচিব ডেভিড অ্যাবশায়ার স্বীকার করেন যে, চীনের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার জন্য প্রদত্ত মার্কিন সামরিক সরঞ্জাম (এম২৪ ট্যাংক ও এফ৮৬ যুদ্ধবিমান) পাকিস্তান পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) ব্যবহার করছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করে।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত চেস্টার বোলস নিউইয়র্ক টাইমসে দেওয়া সাক্ষাৎকারে কঠোর ভাষায় সমালোচনা করেন:
অস্ত্রের গন্তব্য ও ব্যবহার না জেনে সহায়তা প্রদানকে “নির্বুদ্ধিতা” আখ্যা দেন
পাকিস্তানকে কঠোর প্রতিবাদ ও সামরিক সাহায্য বন্ধের সুপারিশ করেন
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এশীয় শান্তি বিষয়ক জরুরি বৈঠক ডাকার প্রস্তাব দেন
আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংকট
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান জেনেভায় সতর্কবার্তা দেন:
ভারতে আশ্রয় নেওয়া লক্ষাধিক শরণার্থীর মানবেতর জীবনযাত্রার চিত্র তুলে ধরেন
পূর্ব পাকিস্তানে শান্তি পুনঃস্থাপনই একমাত্র সমাধান বলে উল্লেখ করেন
স্থায়ী শরণার্থী পরিস্থিতি এড়াতে জোরালো আহ্বান জানান
ভারতের অভ্যন্তরীণ সমর্থন
পশ্চিমবঙ্গ বিধানসভার ঐতিহাসিক ঐকমত্য: সরকার ও বিরোধী দলগুলোর নেতৃত্বে ৭ মে বাংলাদেশকে স্বীকৃতি ও গণহত্যা প্রতিবাদে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়। মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়, জ্যোতি বসু (সিপিএম), ডা. জয়নাল আবেদিনসহ সকল রাজনৈতিক শক্তি এতে সমর্থন জানায়।
কলকাতায় ‘বাংলাদেশ স্বীকৃতি দিবস’: বাংলাদেশ সমন্বয় কমিটির আয়োজনে শহীদ মিনারে বিশাল সমাবেশে রবীন্দ্রসংগীতশিল্পী সুচিত্রা মিত্র কর্তৃক “আমার সোনার বাংলা” পরিবেশনা
ভারতের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থনকে "ঐতিহাসিক দায়িত্ব" আখ্যায়িত করা হয়
প্রফুল্ল সেন, পান্নালাল দাশগুপ্ত প্রমুখের বক্তৃতায় আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি
পাকিস্তানি বাহিনীর নৃশংসতা
পিরোজপুর: মহকুমা প্রশাসক আবদুর রাজ্জাক, ডেপুটি ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পিতা পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান আহমেদকে গ্রেফতার ও গুম
নাটোর চিনিকল গণহত্যা (গোপালপুর হত্যাকাণ্ড): ৫০ কর্মকর্তা-কর্মচারীকে পুকুরপাড়ে সারিবদ্ধভাবে গুলি করে হত্যা
প্রধান কর্মকর্তা আনোয়ারুল আজিমকে প্রথমে নির্মমভাবে হত্যা
সিলেটের নানিয়ারচর: ২৬ নিরস্ত্র বেসামরিক নাগরিকের নির্যাতন পরবর্তী হত্যাকাণ্ড
সূত্র
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: সেক্টরভিত্তিক ইতিহাস (সেক্টর ৩)
দৈনিক পাকিস্তান, ৬ মে ১৯৭১
আনন্দবাজার পত্রিকা (কলকাতা), ৬ মে ১৯৭১
মন্তব্য করুন